Thursday, December 31, 2020

প্রকাশ্য এক অপূর্ণ ভালোবাসা


যখন জানতাম না ভালোবাসা কি?
কতই ছিলাম খুশি।
টিভি আর রেডিওর গল্প লাগতো আজগুবি,
লাগতো শুধু গল্পের গরু গাছে চড়ার মতো।
বাস্তব কি জানিনা তখনো,
মনে মনে ভাবি জানবো না কোনো দিন
চিনবোনা কোনো দিন এই বাস্তব কে ।
জানিনা কোনো আশির্বাদে না কোন অভিশাপে
দেখিয়ে দিয়ে গেল সেই কঠিন বাস্তব কে ।
হ্যাঁ সেই বাস্তব ,
যেখানে গল্পের গরু গাছে ওঠে।
জানিনা কি দেখলাম সেই মায়াবীর মধ্যে
গাড়ির মধ্যে ভেসে আসা আওয়াজ
মনকে অস্থির করে তুলল।
কিন্তু পারলাম না সেই অস্থিরতাকে তুলে ধরতে,
ওই মায়াবীর সামনে;
পারলাম না ভুলে থাকতে সেই মায়াবী কে ।
মনে মনে ভাবি কি করে সবাই খুশি থাকে এভাবে,
অস্থিরতা বুকে নিয়ে চলতে থাকে জীবন।
একদিন মনের মধ্যে সাহস জমিয়ে প্রকাশ করলাম
অস্থির ভালোবাসা কে, কিন্তু পূর্ণ হলো না।
আজও অপূর্ণই রয়ে গেল,
প্রকাশ্য সেই আজগুবি ভালোবাসা
যা আজও আজগুবি লাগে আমায় ।
আজও ভেসে ওঠে সেই মায়াবীর ছবি,
আর মনে হয় গল্পের গরু
গল্পেই গাছে ওঠে বাস্তবে না।
যবে গল্পের গরু বাস্তবে গাছে উঠবে তবে
আমার প্রকাশ্য অপূর্ণ ভালোবাসা পূর্ণতা পাবে । 

1 comment:

*পৃথিবীর বুকে প্রকৃতি বনাম মানুষ*

আজ এই পৃথিবীর কি হয়েছে সমগ্র পৃথিবীর বুকে কেমন একটা হাহাকার। কেন এমন এই পৃথিবীর এত খারাপ অবস্থা চলে এলো। আজ সমগ্র ভারত তথা সারা বিশ্বে কি শ...