আজ এই পৃথিবীর কি হয়েছে সমগ্র পৃথিবীর বুকে কেমন একটা হাহাকার। কেন এমন এই পৃথিবীর এত খারাপ অবস্থা চলে এলো। আজ সমগ্র ভারত তথা সারা বিশ্বে কি শুরু হয়েছে কিছুই বুঝে উঠতে পারছিনা। বুঝে ওঠার আগেই সব কেমন শেষ হয়ে যাচ্ছে। এটা কিসের লড়াই , যেখানে প্রকৃতি একদিকে আর মানুষ এক দিকে। মানুষকি আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে পারছে না যে সে যেটা করছে সেটা কতটা ভয়াবহ। মানুষ তার নিজের পায়েই নিজেই কুড়াল মারছে। মানুষ এখনো প্রকৃতির সাথে কতটা খারাপ আচরণ করে চলেছে। নিজের অহংকার, নিজের শক্তি , নিজের স্থান , নিজের সম্পত্তি দখল নিতে গিয়ে ও আমি শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছে। মানুষ আর প্রকৃতির লড়াইয়ে প্রকৃতিকে যদি মানুষ হারিয়ে দেয় বা প্রকৃতি নিজেই হার স্বীকার করে নেয় , আমি হলফ করে বলতে পারি মনুষ্য জাতির ধংস অনিবার্য। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে প্রকৃতি তার কোলে আমাদেরকে আশ্রয় দিয়েছে , আমাদের কোলে প্রকৃতি না। কিছু কিছু মানুষের খারাপ কর্মের জন্য সমগ্র পৃথিবী সেই খারাপ ফল ভোগ করছে। আজ তখন সমগ্র পৃথিবীর মানুষ অসুস্থ সমগ্র মানব জাতি যখন গৃহবন্দি এবার সবাই বুঝতে পারছে কী করেছি। আফসোস হচ্ছে। এই আফসোস যদি প্রকৃতির সাথে করা অন্যায়ের হয় তাহলে প্রকৃতি আবার শান্ত হবে , আর এই আফসোস যদি প্রকৃতির সাথে করা অন্যায়ের না হয়ে যদি প্রকৃতির উপর মানব শক্তি প্রয়োগ না করতে পারার আকাঙ্ক্ষা হয়ে থাকে তাবে কিন্তু মানুষ বলে আর কিছুই থাকবে না।
Subscribe to:
Post Comments (Atom)
*পৃথিবীর বুকে প্রকৃতি বনাম মানুষ*
আজ এই পৃথিবীর কি হয়েছে সমগ্র পৃথিবীর বুকে কেমন একটা হাহাকার। কেন এমন এই পৃথিবীর এত খারাপ অবস্থা চলে এলো। আজ সমগ্র ভারত তথা সারা বিশ্বে কি শ...
-
আজ ওর জন্মদিন। ২৫ টা বছর হলো এই দিনটা আমি আর আমার মেয়েতে মিলে পালন করি। আমাদের কে একলা করে দিয়ে চলে গেছে। হ্যাঁ আমার স্ত্রীর কথা বলছি। আমরা ...
-
আজ এই পৃথিবীর কি হয়েছে সমগ্র পৃথিবীর বুকে কেমন একটা হাহাকার। কেন এমন এই পৃথিবীর এত খারাপ অবস্থা চলে এলো। আজ সমগ্র ভারত তথা সারা বিশ্বে কি শ...
Nicee brooo
ReplyDelete