অনেকদিন যাবৎ ভাবছিলাম বেড়াতে যাব, কিন্তু হয়ে উঠছিল না। ট্রেনের জানালা ধারে বসে বসে ভ্রমণের মজাটাই আলাদা । তাই সব কাজ শেষ করে তিনদিনের ছুটির আরজি করলাম । শেষমেষ আজ থেকে মঞ্জুর হল। কাল সকালে ট্রেন, আজ সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিলাম।
🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂
"ওই যে ট্রেন আসছে"। মনটা ভরে গেল ট্রেনে উঠে দেখি, ভিড় কাকে বলে! রিজার্ভ থাকায় অসুবিধা হয়নি। জানলার ধারে গিয়ে বসলাম, চাকার ঘর্ষণের আওয়াজ আর জানলা দিয়ে আসা বাতাস আমায় খাতা আর পেন বার করতে বাধ্য করল। কিছু একটা লিখতে যাবো ভাবছি তখনি আমার সামনে বসে থাকা ভদ্রলোকের দিকে নজর গেল। বিড়বিড় করে হাসছে আর চোখ দিয়ে জল পড়ছে। অবাক হয়ে তাকিয়ে থাকলাম, শোনার চেষ্টা করলাম কি বলছে। আহা! কি সুন্দর এই পৃথিবী কেন এতদিন যাবৎ বদ্ধ অন্ধকার ঘরের মতো জায়গাতেই আবদ্ধ করে রেখেছিলে। আমি ওর পাশে গিয়ে বসলাম বললাম , "বন্ধ ঘর মানে কি আপনি কারাগার মানে জেলের কথা বলছেন"। উনি নিজের মধ্যে ফিরে এসে অবাক দৃষ্টিতে দেখলেন আমায় তারপর বললেন "হ্যাঁ। সত্যিই পরশু জেল থেকে ছাড়া পেয়েছি"। পাশের লোকের মধ্যে এক ভয়ার্থ নীরবতা। সাহস করে বললাম, "কি করেছিলেন"। সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, "আগের জন্মে হয়তো দেবতাসম কাউকে মেরে ছিলাম, তাই এবারে পুলিশরা খুঁজে পেয়ে জেলে নিয়ে ফেলে দেয়। যখন আমি চোখ খুলি চারিদিকে শুধু অন্ধকার। আমি অনেকবার করে বললাম কোথাও ভুল হচ্ছে, কিছু করিনি আমি এত বড় সাজা দেবেন না। কেউ শুনলো না আমার কথা"। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, "কেন জেল রক্ষকের সাথে কথা বলেন নি "। উনি বললেন, বলেছিলাম, বলল, "যদি কেউ তোমায় জামিন দেয় তবেই তুমি ছাড়া পাবে "। ট্রেনে বসে থাকা সবাই চুপ করে শুনছে। আমিও বুঝতে পারছি না কি সব বলে বেড়াচ্ছে। ভাবলাম পাগলের পাল্লায় পড়ে গিয়ে আমার বেড়াতে যাওয়া বোধহয় শেষ। ও বলতে লাগলো, "২৩ বছর ধরে সেই লোকের অপেক্ষায় বসে ছিলাম। অবশেষে গত পরশুদিন আমি ছাড়া পেলাম"।লোকটি বলল,"আমার স্টেশনে এসে গেছে, আমি আসছি"। মনে মনে ভাবলাম, যাক তাহলে এবার লেখা যাবে। হঠাৎ এক ভদ্রলোক এসে বললেন, "ওই যে আপনার পাশে বসে থাকা লোকটি উনি কি নেমে পড়লেন"। বললাম, "হ্যাঁ, কেন"! বললেন, "ওনার চোখগুলো একবার চেক করে নিলে ভালো হতো। সবে উনার চোখ ট্রান্সপ্লান্ট করা হয়েছে তো"। পুরো শরীরটার উপর দিয়ে শিহরণ খেলে গেল। ওই ডাক্তারবাবু বললেন, "দেখি, আমি নেমে ওকে একটু দেখে আসি"। আমি তো থ হয়ে বসে আছি। কিছুক্ষণ পর আমিও প্রকৃতি দেখতে লাগলাম আর চোখ দিয়ে জল পড়তে লাগলো সেই দৃষ্টিহীন লোকটির মতো যাকে আমি পাগল ভেবে ভুল করেছিলাম।।